অধিকারের জায়গাটা যেখানে শূন্য–
প্রত্যাশা আর অভিমান সেখানে মূল্যহীন,
করুণা নির্ভর হয়ে বাঁচে যে জীবন–
তার চারপাশ ঘিরে থাকে অনেক ঋণ।
ভালোবাসার মূল্যে যেখানে পাওয়া যায়নি
অমৃত ভালোবাসার অধিকার,
কেন সে পথে ছুটতে চাও নির্লজ্জের মতো?
আত্মসম্মান বোধ নেই কি তোমার?
______________
৩০/০৫/২০২১🖋️
(প্রথম লাইন দুটি সংগৃহীত)