প্রকৃতি দেখতে ছুটেছি যেখানেই
মনের আনন্দের জন্য
সেখানেই বসে তোমাকে ভেবে
হয়েছি আমি ধন্য।।
আমার ঘরের পাশেই তুমি
দাঁড়িয়ে আছো হেসে
কি অভাগা! পারি নি আমি
তোমাকে যেতে ভালোবেসে।
দূরে গিয়ে বুঝেছি- করেছি তোমাকে
বড্ড অবহেলা,
আহ! তোমার কোলেই নাড়ীটা পোঁতা,
জন্মান্তরের মেলা।।
-------------------------------------------
০৬/০৩/২০২০🖋️