একদিন; মুখোমুখি গল্পের মাঝে,
বলেছিলে শরতের আকাশ পানে চেয়ে–
আশ্বিনের কোন দুপুরে ঝমঝম করে
বৃষ্টি হলে, নেতিয়ে পড়া কিংবা চুপসে যাওয়া
               কাশফুল নিয়ে আসবে তুমি;
ভেজা চুলে, ভেজা ঠোঁটে আর
ভেজা উড়নার ভাজে ভাজে
জীবনের সমগ্র প্রেম–অনুভূতি নিয়ে।

তাতপর থেকে;
বছর ঘুরে ঘুরে কত শরৎ এসে
কাশফুলের রূপে মাতোয়ারা করে,
           আশ্বিনের দুপুরে ঝমঝমিয়ে
কেঁদে কেঁদে বৃষ্টির জল ফেলে চলে যায়
ভীষণ বিষন্নতায়; অথচ কথা দিয়ে
কথা রাখার সুযোগ-ই হলো না তোমার।

জানি অন্যকারো ঘরে; যে ঘরে
               যাওয়ার কথা ছিলো না,
জানি অন্যকারো সাথে, মুখোমুখি
প্রাণখোলা গল্পে আছো মেতে–
             যাকে কখনো দাওনি কথা।

তবুও; শরতের আকাশে
শুভ্র মেঘের ভেলা দেখলে– মনে পড়ে
একদিন তুমি ছিলে, প্রেমও ছিলো,
             আজ শূন্য আমি, পূর্ণ তুমি,
এখন প্রেমও জাগে না মনে.......।
------------------------------------------
২৬/০৯/২০১৯🖋️