একদিন করোনা ছিলো না,
ছিলো আমাদের বন্ধুত্ব,
আজ করোনা বাড়িয়েছে
শুধু শুধু দূরত্ব,
বন্ধুত্বের মাঝে ছোঁয়াতে পারেনি
তার নীল নীল বিভীষিকা।।
একদিন করোনা চলে যাবে;
এবং যেতে বাধ্য,
সেদিন আমরা থাকি বা না থাকি;
যদি হারিয়ে যাই দূরত্বেরও
সেই মহা সীমারেখায়
এবং একদিন হারিয়ে যাবো-ই
ধরণীতে আসা-যাওয়ার খেলায়,
তবুও থাকবে বন্ধুত্ব–
অমর স্মৃতি হয়ে, ইতিহাস হয়েও
ছুটতে পারে মানুষের মুখে মুখে।।
________________________
২১/০৫/২০২১🖋️
উৎসর্গঃ Rashidul Islam Rashid (সাবেক পৌর কমিশনার, বোদা-পঞ্চগড়)।