গতবারের ন্যায় এবারো
বন্ধুরা সব হয়েছিলো জড়ো,
প্রিয় স্কুল মাঠে–
কথা ছিলো আমিও থাকবো
গল্পে গল্পে নয়ন জুড়াবো,
কতদিন দেখিনি চোখে!
সব কথা পূর্ণ হতে হয় না–
কারো সাথেই আজ দেখা হলো না!
কর্মব্যস্ততায় হয়নি সে সুযোগ?
তবুও ফের মিলনের আশায়
সময় যদি যায়; যাকনা ফুরায়,
অপেক্ষাকেই করে যাবো ভোগ।
বন্ধুরা, যে যেখানেই থাকিস
দোয়া করি সব ভালো থাকিস
একবার হলেও বছর ঘুরে
আসিস তোরা ফিরে ফিরে।
যাসনা ভুলে নাড়ির টান
যতই মোকাবিলা কর্ ঝড়তুফান।।
______________________
২১/০৪/২০২৩🖋️