তুমি কি ঐ চাঁদের পাশে আছো বসে?
দেখছো কি আমার ভেজা চোখ, বিষন্ন মুখ?

জানালাটা খোলা, ভিতরে তাকাও ক্ষণিক
তোমার রেখে যাওয়া মুক্তা-মানিক,
রোজ রাতে বাবা হারা ব্যথা মেখে
অনেক কষ্টে ঘুমিয়ে পড়ে বিছানাতে।

তোমাকে কিছু কথা শোনাবো বলে,
জেগে থাকি রোজ গভীর রাতের কোলে–
তুমি যে হারিয়ে গেলে অকালে!
কোন অপরাধে দুঃখ সাগরে ভাসালে?
আজ অনেকে উড়ে এসে জুড়ে
বসতে চায় তোমার দখলীকৃত মনের ঘরে–
যেখানে তুমি ছাড়া অন্য কেউ নেই,
আজ সেখানে আসতে চায় অনেকেই!
জোর করে নিতে চায় মনের দখল,
ভাঙতে চায় মনের দরজায় দেয়া শিকল।
আমি দিশেহারা; তারা বুঝতেও ব্যর্থ–
তুমি ছাড়া কারো প্রেমে হতে পারি না মত্ত।
------------------------------------------
১৯/০৮/২০২০🖋️