রূপোলী চাঁদের জ্যোৎস্না মাখা
একটা পৃথিবী আমারও রয়েছে।
যখন ক্লান্তি'রা আমাকে ছেয়ে ধরে,
বিরহ'রা পেরেক মারে হৃদ-ময়দানে,
অন্ধকারে টেনে নিতে চায় জোর করে
হতাশার গল্পগুলো–
যখন জীবনের হিসেব মিলে না,
জীবন-দর্শন ভুলে ভুলে টইটম্বুর,
স্বার্থের লেনাদেনায় টুটে যায় মায়া,
জন্মান্তরের বন্ধনও হয়ে উঠে নড়বড়ে–
সবার অংক মিলে যায়; আমার অংকটায়
থাকে শুধু অবশিষ্ট–
সেই পৃথিবীতে আমি তখন আশ্রয় নেই,
কাউকে কিছু না জানিয়ে সবার মাঝে থেকেও
একাকী ঢুকে পড়ি সেই রূপোলী চাঁদের
জ্যোৎস্না মাখা পৃথিবীর বারান্দায়।
কোন দুঃখ থাকেনা, কষ্ট থাকেনা; তখন
কেউ আমাকে বিরক্ত করতে পারেনা,
আমি হারিয়ে যাই আমার থেকে–
কোন কবিতা পাঠের সময় পাঠক যেমন
তার আপন ভুবন থেকে হারিয়ে যায়!
_____________________
২৬/০৪/২০২৩🖋️