প্রথম প্রেমের পুরনো এক পেয়ালাতে
চুমুকে চুমুকে মজে আছে মন,
যা খুশি করো; যতই টানো নতুনত্বের দিকে
বিফল হবে সব আয়োজন।।

দু'জনের মাঝে আছে যত হাসি-কান্না
ঠিক ততখানিই থাকে মান অভিমান,
দু'জনার মাঝে সব যুদ্ধ শেষে দু'জনে
আবার স্বপ্ন সাজাই, রচি প্রেমের গান।।

এভাবেই ভালো থাকি- অভাব-অনটন,
সুখ-দুঃখ, অসুখ-বিসুখ কিংবা হাসি-কান্নায়,
মৃত্যু পর্যন্ত হেঁটে যাবো দু'জনে হাতে হাত ধরে
ঐ মৃত্যুলোকের স্বর্গ কিংবা নরকের দরজায়।।

জানি না কিসের মায়ায়, কোন ঈর্ষায় তুমি
ভাঙতে চাও সেই পূতঃপ্রেমের পেয়ালা?
ফিরে যাও, চাইনে আর নতুন কেউ,
কে শিখিয়েছে তোমায় মন ভাঙার খেলা?

যে নারী শেখালো প্রেম; করলো সংসারী
তার থেকে বেশি কি আর দিতে পারবে তুমি?
এক নারীতেই জেনেছি পৃথিবী'র রূপসৌন্দর্য্য
তাকে ছেড়ে কোন নতুনত্বের স্বাদ চাই না আমি।

সেই সার্থক প্রেমের পুরনো সেই পেয়ালাতেই
তিতা-মিঠা, উষ্ণ- চুমুকে ভরে থাকলে মন-
আমি তাতেই ধন্য, ওরে তাতেই খুশি সারাবেলা
তার ছোঁয়াতেই লুকায়ে রাখবো সমগ্র জীবন।।
-------------------------------------------
০৯/০৮/২০১৯🖋️

উৎসর্গঃ মোহনা