আমাকে গ্রাম হতে এক গ্লাস জল এনে দাও
অথৈজল; তবু তৃষ্ণায় মরছি-
ভূগর্ভের তিন হাজার ফুট তল থেকে
তোলা জল পান করছি, লালচে জল।
বিশাল গোমতী নদীতে ডুবে ডুবে বহু জল
খেয়েছি, গলা ভিজেছে ঠিকই; তৃষ্ণা
এক বিন্দুও কমে নি,
মাঝে মাঝে গলা সমান সাপ্লাইয়ের জল
পান করি; ঘোলা-লালচে, নুন নুন স্বাধ;
তৃষ্ণা মরে না- বমি হয়ে যায়।
আমার ছোট গ্রাম থেকে কেউ এক গ্লাস
শুধু এক গ্লাস জল এনে দাও-
আমি যেনো এখানে এই গোমতী নদীর
বিশাল তীরে কারবালার বাসিন্দা!
দোকান থেকে কিনে জল খাই, ফিল্টারিং জল
তবুও তৃষ্ণায় করি ছটফট; এই দূর দেশে
কোন জল-ই কলিজা শীতল করে না,
তৃষ্ণা মেটাতে পারে না।
______________________
১৩/০৯ /২০১৮🖋️
বাউশিয়ার চর, গজারিয়া, মুন্সিগঞ্জ, ঢাকা।
(দূর দ্যাশে বসে- ৩)