দিনে দিনে পৃথিবী ভরে যাচ্ছে ঋণে,
কেউ কি আসবে না এক্ষণে?
কণ্ঠে ঝরাবে তাজা বারুদ,
চারদিকে জাগাবে প্রতিবাদের বুদবুদ,
বজ্রকণ্ঠে হুংকার দিয়ে
কবির হাতের কলম কেড়ে নিয়ে,
কেউ কি বলবে না– 'কবিতা আর নয়,
মানুষ টলে না আর কবিতার স্নিগ্ধতায়,
হে কবি, চলো সশরীরে; মাঠে-ময়দানে,
যা বলার খুলে বলো উচ্চকণ্ঠ বাণে।'

হঠাৎ এসে বলুক; ঝড় তুলুক–
কোন এক অচিন আগন্তুক,
'জীবন এখন যান্ত্রিক,
মোহ জাগাতে ব্যর্থ সব তান্ত্রিক,
যখন ফুলের সুবাসেও মুগ্ধ হয় না মানুষ;
চালাতে হবে কঠিন দুরমুশ–
মানুষের জন্য; মানুষেরই বুকে,
সত্য-সুন্দর, ন্যায়নীতির পথে থেকে।'
_______________
৩০/০৬/২০২১🖋️