জীবন বেঁকে যায়
বেঁকে যেতে যেতে
যেখানে এসে দাঁড়ায়!
–চেয়ে দেখি মরণ আমার
আছে দাঁড়িয়ে
দু'হাত বাড়ায়।।
চেয়ে দেখি দূরে
ঐ নীল গগন
পড়ে আছে হেলে,
ছোঁ'ব বলে দ্রুত পা'য়ে যত এগিয়ে যাই
হায়! ফুরায় না পথ
জীবন জড়ানো অলীক জালে।
উড়ে চলে পাখি
দুই ডানার খেলায়
ঘন বাতাসে ভেসে,
আমিও ভেসে বেড়াই তাদের সাথে;
হায়! সময় যত ফুরায়–
মৃত্যু তত-ই কাছে আসে।
প্রেম-প্রীতি, ভালোবাসা আর
সমগ্র জীবনের সঞ্চয়–
না চাওয়া ঐ মরণের কাছে
আপন বলে কিছু নয়।
_________________________
১৩/০৯/২০২১🖋️