তোকে তো মহাসমুদ্রে ভাসিয়ে দেই নি,
কখনো চাই নি তোকে বিক্রি করে দিতে
বেওয়ারিশ বাতাসের কাছে কিংবা
সীমাহীন গগনে তুই ঝলসে যা-
              এটাও চাই নি; চেয়েছি
উত্তপ্ত লাভা থেকে সুরক্ষিত রাখতে প্রাণপণ।

হিতে বিপরীত ভেবে চলে গেলি!
নিজের সুখ নিজেই বেছে নিলি– প্রেম জয়ের
কাব্য লিখতে ফিরে তাকাস নি
               কোন জন্মান্তরের টানে?

তোর সেই সুখ তো আগুন হয়ে
ঝলসে দিতে পারে জীবনের
                      প্রত্যেকটা স্বপ্ন-মুহূর্ত।

তুই সুখে ভাসলেও কেউ হাসবে না,
কেউ কাঁদবে না দুঃখে পুড়ে ছাই হলেও,
রক্তের জাল ছিড়ে আকাশ সমান,
শত পৃথিবী সমান ব্যথা দিয়ে তুই
নিজেই নিজেকে নিয়েছিস বহু দূরে।
-------------------------------
০৮/০৮/২০১৮🖋️