মা...আমি যুদ্ধে যাবো; যাবো-ই,
আমাকে বাঁধা দিও না, কথা দিলাম–
যুদ্ধ শেষেই ফিরে এসে
তোমার বড় ভাইয়ের মেজো মেয়ে;
চন্দনা'কে বৌ' করে আনবো– তোমার
ইচ্ছেটা পূরণ করবো সবার আগে।
মুখ ভার করো না, অশ্রু ফেলো না,
দোয়া করে বিদায় দাও; মা...
যুদ্ধে যাবার সময় হয়ে এলো।
লাল-সবুজের পতাকা উড়লো আকাশে,
আজও উড়ছে· ফিরলো না ছেলেটা,
চন্দনারও আর পড়া হয়নি লাল শাড়ী
বসা হয় নি বিয়ের পীড়িতে।
কত মা, কত বাবা, কত চন্দনা
ঊনপঞ্চাশ বছর ধরে
ইতিহাসের পাতায় খুঁজে আজও
হারানো সন্তানের নাম, প্রেমের নাম–
যারা নেই কোনো গল্পের পাতায়,
কবিতায় কিংবা উপন্যাসে,
মুক্তিযোদ্ধার তালিকাতেও নিখোঁজ!
একটি স্বাধীন দেশ পেয়েও দুঃখ ঘুচেনি,
দুঃখিনী-ই রয়ে গেলো মা জননী;
মাতৃভূমি প্রিয় বাংলাদেশ।।
--------------------------------
০৩/১২/২০২০🖋️
একটি বাংলাদেশ– ১৬ থেকে ৩