বিশ্বাস করো; আমিও কাঁদি, খুব কাঁদি–
শক্ত বুকের ভেতরে নরম খাঁচাটায়
হরেক রকম দুঃখের নুড়ি, বঞ্চনা-গঞ্জনা
আর কষ্টের অনেক নীল নীল পাথর
ধারালো ফলা হয়ে হৃদয়কে করে ক্ষতবিক্ষত।
বিশ্বাস করো; আমিও কাঁদি, অনেক কাঁদি–
কান্নার মৌন শব্দে ঝিঁঝিঁ পোকার ঘুম ভাঙে,
পাখিরাও অন্ধকার থেকে উঁকি মারে–
মানুষ শুনতে পায় না, বুঝতেও চায় না,
মানুষগুলো ভীষণ ব্যস্ত।
তবে জানো! তোমাদের অশ্রুশূন্য চোখের
করুণ ও নিরব কান্না দেখে স্তব্ধ হয়ে গেছি–
জীবনকে খোঁচানো দুঃখের গল্পগুলো
সব হারিয়ে গেছে।
এখন আর নিজের জন্য কান্না পায় না,
কান্না পায় তোমাদের-ই জন্য এবং
তোমাদের মতো যারা কান্না পুষে পথে চলে।
জানো না হয়তো–
তোমরা কিন্তু কাঁদছো না; কাঁদছে
আমার জন্মভূমি, তোমাদের মাঝেই দেখি
জন্মভূমির প্রতিচ্ছবি জ্বলজ্বল করে জ্বলে।
কখনো মনে করি না; তোমরা কাঁদছো–
কাঁদছে আমার প্রিয় বাংলাদেশ,
সে বড্ড অসহায়; দুঃখিনী জননী আমার।।
_______________________
১২/১১/২০২১🖋️