যদি কখনো জীবনে আসে
অস্তিত্বের চরম দুঃসময়–
কেউ কাউকে ছেড়ে যা'স না,
ছেড়ে দিস না।
যে যন্ত্রণার মর্মবেদনা
আমি হাড়ে হাড়ে বুঝি, চিনি–
সে জ্বালায় জ্বলে পুড়ে
কেউ কারো থেকে এক হাত দূরে
কখনো থাকিস না।
আমার মতো আবেগী, অভিমানী,
জেদী–স্বার্থপর–হতভাগা–
অহংকারী, অ-কৃতজ্ঞ,
তোরা কেউ হো'স না।
ভালোবাসার বিনিময়ে এক তিল
ভালোবাসা চেয়ে নিরবে কাঁদিস না।
______________________
০৫/০৬/২০২১🖋️
★
উৎসর্গঃ তাস ও হাসীব