ওদিকে পৃথিবী জ্বলেপুড়ে ছারখার;
আর বিবর্ণমুখ- জীবন নিয়ে প্রেম চেয়ে
বারবার তোমার দুয়ারে দাঁড়িয়ে আমি।
ঝড় তুফান, জলোচ্ছ্বাস পিছে ফেলে
দুর্বার গতি নিয়ে! এসে দাঁড়াই
তোমার দুয়ারে, সেই আদিকাল থেকে
করি প্রেম নিবেদন, বারবার থেকে বারবার-
তুমি বিমুখী হয়ে, পাষাণী হৃদয়ে
ফিরিয়ে দিয়েছো আমাকে, শুন্য হাতে।
আমি ফিরে এসেছি; আবার ফিরে এসেও
ফিরে আসতে পারিনি কখনো,
তোমার প্রেমে মজে, তোমাকে পেতে
দস্যু হয়েছে মন, দস্যু হয়েছে দৃষ্টি–
মানেনা বারণ, ভাঙে না অনশন-
যে কোন মূল্যে তোমাকে চাই-ই।
যতবারই দিয়েছো ফিরিয়ে;
মন, ততবেশি ভয়ংকর আগ্রহী হয়ে
এসে দাঁড়িয়েছে তোমার সামনে।
জানি, তোমার পাথর মন
কোনদিন বুঝবে না প্রেমের মর্ম,
আমার দস্যু মন তবু হার মানেনা-
শুধু তোমার এক দন্ড প্রেম-ছোঁয়া,
এক চিলতে পরশ লাভের আশায়
দ্বিতীয় কাউকে খুঁজে না কখনো,
একাকী হতে থাকে রক্তাক্ত।
আমার সেই বেয়াড়া দস্যু মন-
ঐ স্বর্গ নরকের হিসেবটাও আজ
তোমার মাঝেই দেখতে পায়,
কী প্রেম! কি সুখ! কি দুঃখ!
----------------------------
১৮/০৮/২০১৯🖋️