বহু দূর থেকেও
        অনেক কাছে আসা যায়,
        হৃদয় উজাড় করে ভালোবাসা যায়।
        বহু দূর থেকেও
        অনেক আদর করা যায়,
        হাতে হাত রেখে পাশেও থাকা যায়।

        বহু দূর থেকেও
        কাউকে টেনে বুকে নেওয়া যায়,
        মন মন্দিরের সব স্নেহ মাখানো যায়।
        বহু দূর থেকেও
        কাউকে শাসনও করা যায়,
        ভুল শুধরে দেওয়া যায় অবলীলায়।

        চাইলে দূর থেকেও
        খাদে পড়া শত্রুকে নির্দ্বিধায়
        টেনেহিঁচড়ে ডাঙায় তোলা যায়।
        চাইলে দূর থেকেও
        বন্ধুর বিপদে অনেক কিছু করা যায়,
        মনুষ্যত্ব জাগ্রত থাকলে জ্ঞানগরিমায়।

        বহু দূর থেকেও
        কারো আপন হওয়া যায়,
        মায়া-মমতায় সিক্ত হওয়া যায়।
        বহু দূর থেকেও
        অচেনাকে চিনে নেওয়া যায়
        যুগান্তরের আত্মার আত্মীয় হওয়া যায়।

        যারা এমন ভাবে,
        এমনই করে– আজীবন
        তাদের তরে নতজানু আমার হৃদয়;
        যারা এমন ভাবে,
        এমনই করে– জগতে তারাই শ্রেষ্ঠ,
        মনপ্রাণে স্মরণীয় শ্রদ্ধা ও কৃতজ্ঞতায়।
________________
২৮/০৬/২০২২🖋️
উৎসর্গঃ শ্রদ্ধেয় Zahirul Islam