আজ হাড়ে হাড়ে
        রক্তে রক্তে; শ্বাস-প্রশ্বাসে
        আলোকবর্ষ গতিতে
        ছুটে চলে একটা দীর্ঘশ্বাস–
        যদি একজন বড় ভাই থাকতো!
        মনে অনেক ব্যথা, অনেক কথা–
        শোনার কোন মানুষ নেই।

        বেড়িয়ে আসা সে দীর্ঘশ্বাসের পরশে
        অবিরত শুধু জ্বলতে থাকি।
--------------------------------------------
০৫/০১/২০১৯🖋️