ধূলো বিছানো এই পৃথিবীর পথে পথে,
পদে পদে দেবে যায় পদক্ষেপ, ধেয়ে আসে অন্ধকার
দৃষ্টির সামনে– ধূসর জীবন নিয়ে জীবনের জন্য
                      তবু্ও বিরতিহীন পথ চলা।

ক্লান্ত, জীর্ণশীর্ণ দেহ-মন!
পৃথিবীর সমগ্র জল আজ তিতা লাগে; লাগে নোনতা
অক্সিজেনও চরম উষ্ণতায় ভরপুর, হায় অনুভূতি!

সব অন্ধকারের আয়োজনে ডুবে আছে, ভরে আছে-
হিংস্র জানোয়ারও এমন সময়ে লড়তে হার মানে–
ঠিক এমন অন্ধকারেও দেখি- (সম্ভ্রান্ত) নাইট ক্লাবের
জানালার ফাঁক গলে লাল-নীল আলো এসে পড়ে
শহরের ধূলোপড়া পথে, জীবন থেকে জীবনে,
পারফিউমের গন্ধে অসাড় হবার দশা চলে,
চলে রঙিন পানির সাথে হাজার ময়ূরীর নাচ।

ঠিক এমন অন্ধকারেও দেখি- নিশ্চিন্ত যুবক
খরচ করে বেহিসাবি পেট্রোল, পার্কে বসে বসে
প্রেমিকার সাথে স্বপ্ন বুনে; গোপন থেকেও গোপন
আলিঙ্গনে একের সুখ অপরে করে যায় ভাগযোগ,
        আহা জীবন! তবুও সুন্দর বলতে পারি না।

আমার ঘরসংসার হয় না– মিলেনা কোন হিসেব,
রক্ত মলিন হয় দিন দিন, পুড়ে পুড়ে, লড়াই আর
লড়াই করে করে অস্থিমজ্জা, হাড়গোড়, দেহ-মন সব
লৌহ দণ্ডের  চেয়েও বেশি শক্তিশালী– জীবন নিয়ে
চলতে আর ভয় পাই না কোন, তবুও মনে হয় আজি
এই ধূসর জীবনের অবসান প্রয়োজন,
                         যদি মৃত্যুর ডাক আসতো!
                                      
যদি মেঘ হয়ে ভেসে বেড়াতাম! পাখি হয়ে উড়তাম
অথবা ঝিঁঝিঁ পোকা হয়ে মনের সুখে বেলা অবেলায়
গান ধরতে পারতাম! জীবন বড় সুন্দর হতো,
                                 তা-ই তো মনে হয়।।
যদি শরতের আকাশে ঘর বানাতে পারতাম অথবা
কোন ধান শালিকের জীবন পেতাম– হাঁটুজলের
নোংরা বিলের কোন শাপলা হতাম, ঘুঘু কিংবা
কোকিলের মতো গান করে বেড়াতাম গাছের ডালে
কিংবা প্রজাপতি হয়ে ফুলে ফুলে উড়ে বেড়াতাম,
মৌমাছি, পিপীলিকা হতাম; জীবন বড় সুন্দর হতো,
                                 তা-ই তো মনে হয়।।
--------------------------------------------
২৫/০৮/২০১৯🖋️