সবাই এসেছি এক স্থান থেকে;
শুন্যস্থান থেকে, শুন্য হাতে,
শুন্য খাতা নিয়ে জীবনের সাথে।
এখানে এসে কেউ পায়,
অলৌকিক কোন এক খেলায়–
কিছু পৈতৃক সম্পত্তি, ভিটা-জায়গা, পথ,
কেউ অর্জন করে কায়িক শ্রমে কিছু সম্পদ।
এসেছি যেখান থেকে;
সেখানে চলে যাবার আগে,
যেকোনো ভাবে পাওয়া সম্পদ থেকে
কেউ কেউ যায় রেখে–
পরবর্তী প্রজন্মের জন্য কিছু সম্পদ
কেউ যেন না হারায় চলার পথ,
কেউ সব কিছু ফুরিয়েই চলে যায়–
পেয়েছিলো যা কিছু জীবনের শূন্য খাতায়।
শুনেছি, বিধাতা না-কি 'ধন' দানে
'জন' নির্ধারণ করে রাখেন আপন গুণে,
যে 'জন' পেয়ে 'ধন' পারলো না রাখতে ধরে!
আসলে সে 'ধন' তার তরে
ছিল না কোন কালে;
তাই বুঝি সে সুখ খুঁজে পায় সব ফুরালে!
কি লাভ জীবনে করে হাহুতাশ?
আদিকাল থেকে বইছে এই নিয়মের বাতাস,
শোন্ রে মন– দুঃখ-আফসোস না করে;
ক্ষণস্থায়ী; ক্ষণচারী এই জীবনের সময় ধরে–
এভাবেই বেঁচে থাকতে হবে
সব কিছু বিধাতার নির্ধারণী খেলা ভেবে।
-------------------------------------------
১২/১১/২০১৮🖋️