ওরা বলে, আমরাও বলি—
ছোট একটা দেশ; এই বাংলাদেশ,
তবুও আশ্চর্যের মোহনায় থাকি ডুবে–
এখানে খুন হয়; খুনি থাকি লাপাত্তা,
ধর্ষকেরা! সানন্দে ধর্ষণ করে দিনকে দিন!
ওরাও ধরা ছোঁয়ার বাইরে।
এ দেশ থেকেই দেশের চেয়ে বড় বড়
ট্রাংক ভর্তি টাকা পাচার হয় বিদেশে,
সোনার ছেলেরা গুম হয়ে যাচ্ছে,
এদেশের মাটিতেই খুনি, ধর্ষক, লুটেরা
দিনের পর দিন থাকছে লুকিয়ে,
আর বলি দেশটা ছোট!?
শত বাহিনী, শত উদ্ধার অভিযানে
রোজ রোজ কোটি টাকা খোয়া যায়
জনগণের রক্ত থেকে– লোকশান,
শুধুই লোকশান, সব লোক দেখানো!
এত অপরাধী কি করে থাকে
ধরা ছোঁয়ার বাইরে!? কেন গুম হওয়া
সোনার ছেলেদের ফিরে পাই না আর?
আসলে দেশটা যত বড়
তার চেয়ে বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা সব,
আর অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর মতো
মানসিকতা, সদিচ্ছা বড় হলে–
ক্ষমতার দাপটটা ছোট কিংবা সবার জন্য
সৌহার্দপূর্ণ হলে; এ দেশটা হবে
সুখের রাজ্য– সব অপরাধীরা নিশ্চিত
সাজা পাবে, কেউ খুন হবে না,
খুনিও হবে না কেউ,
কেউ ধর্ষক হবে না, ধর্ষিতাও হবে না
কারো মা-বোন, মেয়ে কিংবা স্ত্রী।
গুম হওয়া মানুষগুলোও ফিরবে ঘরে–
স্বজনহারা কান্নাও বন্ধ হবে।
_________________________
১৪/০৩/২০২০🖋️
...............সাংবাদিক ‘কাজল’ নিখোঁজ হওয়ার পর লিখা...... (শুদ্ধস্বর.কম অনলাইন পত্রিকায় প্রকাশিত...... একটু সংশোধন করে টাইমলাইনে প্রকাশ করলাম।)