অনেক কথা ছিল; এখনো রয়ে গেছে,
হয় নি বলা কিছুই; হয় না বলা,
মিলে না সুযোগ, অফুরন্ত সময়ের পৃথিবীতে–
হাঁসেরা যেমন খেলা করে বাঁকা নদীর জলে।

পাখিরা নীড়ে ফেরে, ক্লান্ত হয়
শঙখ চিলের দল সূর্য ডোবার আগে,
হরিণীরা লুকিয়ে পড়ে অরণ্যের মাঝে
দূরের গ্যালাক্সি থেকে খসে পড়ে
কোন কোন তারা, নিয়মের গোলকধাঁধায়
                           ঘটে সূর্যগ্রহণ–চন্দ্রগ্রহণ;
কত কিছু হয় লেনাদেনা, চেনাজানা–
আমার সময় মিলে না- সুযোগ আসে না,
দেখা হয় না; তার সাথে– যাকে দেখার ইচ্ছে
পুষে রাখি– লালন করি হৃদয়ের করিডোরে।

না জানি তার কত সুন্দর দুটি আঁখি!
কতগুলো গ্যালাক্সি খেলা করে চোখের তারায়!
ভ্রু–দুটিতে কত সৌন্দর্য লুকিয়ে আছে!
নাকের উপরে ঘামের শিশির জমা হলে পরে
                     কত যে মুক্তো মণি জ্বলে উঠে!
চুলের রঙ দেখে মেঘেরা কেমন করে;
লুকিয়ে পড়ে শুভ্র মেঘের আড়ালে– দেখার
স্বাধ হয় না পূরণ, আফসোসে ডাহুকের মতো
আর্তচিৎকারে ফাঁটে হৃদয়ের কাঁচা জমিন।

নিজেকে সান্ত্বনা দেই নিজে– সব ইচ্ছে;
সব স্বাধ পূরণ হতে নেই, থাক না কিছু বাকী!
অনুভূতিতে আল্পনার ক্যানভাসে রঙ মাখাই...।
_________________________
২৪/১২/২০১৯🖋️              
উৎসর্গঃ বিথী ভাবী (Fazle Hasib Methu) আমার প্রিয় মিবাই'এর সহধর্মিণী, শ্রদ্ধেয় Yasmin Hasib Bithi  ভাবি।