জানি, আমায় মনে রাখার কোন কারণ নেই
কতজন আসে যায়, কেউ কেউ একটু
বিশ্রাম নিয়ে হয়তো
ফের চলে যায় আপন গন্তব্যে।
সেদিন ইচ্ছে করে বেড়িয়েছি আমিও
যত্রতত্র, মনটা ভার ছিলো হয়তো,
কোন কারণে অফিস হতে ফিরতে পারিনি
নিজের প্রিয় বিছানায়–
ঘুরতে ঘুরতে এখানেই এসে থেমেছি।
কেন যে মুগ্ধ হয়ে গেলাম জানি না
এটাও অজানা- কেন তোমার স্মৃতি ধরে রাখার
গোপন বাসনা জন্ম নিলো মনে?
তবে খুব মনে পড়ে- তোমার বুকের
উপর দিয়ে শিরশির করে বয়ে যাওয়া বাতাস
যেখানে বসেছিলাম, সরু ব্রীজটার উঁচু পাড়ে
সেখান থেকে যতদূর দৃষ্টি যেতো;
ফিরে আসতে চাইতো না!
ভূতপাড়ার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে
নেমে গেছে মনের ভার; যেন
জীবনের বিষন্নতা পবিত্রতায় ভরে যায়।
-----------------------------------------
২১/০৫/২০১৮🖋️