শুরুতেই শত মন ভেঙ্গে গেলো
টিভিগুলো অফ হতে লাগলো,
জয়ের আশা সবাই ছেড়ে দিল; আমিও–
ভাবলাম বিপিএলের গন্ধ গতর থেকে
ফুরাতে না ফুরাতে ঘরের মাঠে
                     নাকানি-চুবানি.......।

তবে খেলা দেখার নেশা কাটে না বলে
কাজ থেকে ঘরে ফিরে টিভি অন করি–
তাই আফগানদের বিরুদ্ধে সিরিজের
প্রথম ম্যাচে জয়টা দেখতে পেলাম
অভিনন্দন বাংলাদেশ টিমকে–
বিশেষ অভিনন্দন আফিফ এবং মেহেদীকে,
                   ক্রিকেট বুকে ইতিহাস গড়ে
দলকে খাদের কিনার থেকে জয়ের বন্দরে
টেনে এনে কোটি মনে স্বস্তি পাইয়ে দিল।
_______________________
২৩/০২/২০২২🖋️  

শুভ কামনা 🇧🇩