বেশ বেশ বেশ— সাবাশ প্রিয় বাংলাদেশ
ঘুমিয়ে পড়া দেশটাতে বইছে খুশির রেশ...
ক্রিকেট বিশ্বে গড়া হলো নতুন ইতিহাস,
অনূর্ধ্ব-১৯, ২০২০ ক্রিকেট বিশ্বকাপের ট্রফি—
জয় করে নিলো আজ বাংলাদেশের যুবারা,
ঘরে বাইরে খুশিতে সবাই করছে লাফালাফি।
ক্রিকেট বিশ্বে বাংলাদেশ'র নামটি আবার
জোরসে হচ্ছে আলোচনা নতুন মহিমায়,
ঘুর্ণিঝড়, সাইক্লোন, টর্নেডোর মতো ওই
চার-ছক্কার ফুলঝুরিতে দিচ্ছে মাঠ কাঁপায়।
বলাররা বলের মাঝে প্রাণের গতি দিয়ে
একের পর এক স্ট্যাম্প যে ভাঙছে,
ফিল্ডার সব প্রাণের মায়া ভুলে মুহূর্তে
রান আউট করছে, লুফিয়ে ক্যাচ ধরছে।
যতই যাচ্ছে সময়; দিনে দিনে ক্রিকেট বিশ্বে
বাংলাদেশের বাড়ছে কদর, হচ্ছে উঁচু শির,
বিশ্ব মনে জেগে উঠে বাংলাদেশের ইতিহাস–
পূর্বপুরুষদের সবাই ছিলো যে দামাল বীর।
বিশ্ববাসী অবাক চোখে দেখলো শুধু চেয়ে–
অনূর্ধ্ব ১৯-এর ক্রিকেটের যুবা টাইগার বাহিনী
ব্যাট-বলের লড়াইয়ে ভারত'কে হতবাক করে—
বীরের মতোই বিশ্বকাপ জিতে গড়লো কাহিনী।
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই–
সবার মনে বাজুক আজ বিশ্বজয়ের সানাই।
-------------------------------------
০৯/০২/২০২০🖋️