আমি এখানে এসেই মুগ্ধ হয়েছি;
       প্রতি মুহূর্ত মুগ্ধ হতে থাকি;
       তবুও আমার তৃষ্ণা মরে না–

       এখানে গাছে গাছে পাখির মেলা!
       হাজার পাখির কূজনের সাথে
       ভোরের নরম আলো ফোটে;
       ঘাসের আগালে শিশির জমা হয়,
                       বিলঝিলে শাপলা!

       এখানে কচু পাতায় বৃষ্টির ফোটা
                         মুক্তোর মতো জ্বলে;
       জোনাকির সাথে খেলা করে রাতের প্রহর;
       ছয় ঋতুর বাংলাদেশ ছুঁয়ে আছে
                        মনের সব দরজা জানালা।

       এখানে জ্যোৎস্না ধুয়ে দেয় প্রকৃতি!
       মানুষের মন হয় নরম জামের মতো
       দূরের পাহাড় হতে ঝর্ণা নামে,
       নদীর বুকে নৌকা ভাসে; চাঁদ খেলা করে
       প্রতিটি মুহূর্ত রচিত হয় জীবনের গল্প।      

       ফের যদি আসার সুযোগ মিলে
       আসবোই প্রিয় জন্মভূমি বাংলাদেশে–
          যার রূপে নেই কোন সীমা রেখা!
_______________________
                       ০৪/০৪/২০২২🖋️ ✅