এখনো ঘরেতে আসেনি শ্রাবণ,
তবুও স্মৃতির স্রোতে দোলায়িত মন,
টিনের চালে, মাঠে ঘাটে চলছে মধ্য আষাঢ়,
মেঘের মেয়েরা আকাশ পানে করছে তোলপাড়।
তারা ক্লান্ত হলে কালো চাদর সরিয়ে নেয় দূর,
সাদা-নীল ফুলে আকাশটা হয়ে যায় ভরপুর,
এমন রাতে হঠাৎ করে দেখতে পেলে চাঁদ
মুগ্ধতার পরশ নিয়ে কাটিয়ে দেই রাত।।
আজ চাঁদের মাঝে এত্তো ধার, জোছনার আলোতে–
পুড়ে সব ছারখার হয়, যা আছে হৃদ ঘরেতে।
শুধু প্রিয়ার সাথে কাটানো ঐ অতীত সময়
পোড়াতে পারে না, করতে পারে না ক্ষয়।।
ও চাঁদ, মধ্য আষাঢ়ের কোন রাতের আকাশে–
কখনো আর তুমি উঠিও না ভাই,
মাটির ঘরে প্রিয়াকে রেখেছি চোখের জলে ভেসে–
বুঝে নিও সেই প্রিয়তমা পাশে নাই।।
মধ্য আষাঢ়ের কোন গভীর রাতে–
যখন দেখি তুমি মেঘের ফাঁকেফাঁকে,
মনে পড়ে প্রিয়ার সাথে অতীতের সব কথা
জ্বালা বাড়ে বুকে, বাড়ে হৃদয়ের ব্যথা।
ও চাঁদ, শুনে রাখো- শুনে রাখো মনে প্রাণে
উঠিও না আর কভু কেটে গেলে মেঘ;
আষাঢ়িয়া কোন গভীর রাতের গগনে
ব্যথার স্রোত আসে ছুটে তুমুল বেগ।।
--------------------------------------
২৮/০৬/২০১৮🖋️