সাবাহ্'র মতো ফটোগ্রাফার নই,
       ড্রোন ক্যামেরাতো আমার কাছে
       তৃতীয় বিশ্বের অলৌকিক জাদু মনে হয়।

       এন্ড্রয়েডের ক্যামেরা ফাংশন না থাকলে;
       অধরাই থেকে যেতো ক্যামেরার জগৎ।

       সেই মুঠোফোনের ক্যামেরার জোরেই
       দুয়েকটা ফটো তুলি মাঝে মাঝে
       দৃষ্টি ফেরাতে পারি না বলে;
       আর অনুধাবন করি-
       ফটো তুলায় কত আনন্দ!
       জমতে থাকে হৃদয়পটে অনেক সুখ স্মৃতি।

       সাবাহ্, এখন বুঝি আমি-
       কেন তুমি ফটো তুলার নেশায়
       মাতাল হয়ে থাকো রাত দিন,
       বিশ্রাম হীন ছুটে বেড়াও বন বাদারে,
       নদীর ধারে, পাহাড়ের কিনারায়?
--------------------------------------------
২৪/০৩/২০১৯🖋️                
উৎসর্গঃ সাবাহ্ (Firoz Al Sabah)