তোমাদের উপর চালানো নির্মম
ধ্বংসলীলার পরেও
কিছু বুদ্ধিজীবী রয়ে গেছে ভাগ্যক্রমে
অথবা চালাকি করে, সুকৌশলে।
যারা চালাকি করে, সুকৌশলে
বেঁচে গেছে সেদিন– আজ
তাদের কিছু চামচামি করলেও
কাল যারা আসছে তারা
সব বদলে দিবে–
ন্যায়, নীতি,
সততায়।
কারণ, প্রকৃত বুদ্ধিজীবীদেরই রক্ত
বাংলাদেশের গ্রাম থেকে শহর,
পদ্মা থেকে মেঘনা– সর্বত্র বহমান,
কোনোদিনও যা বিলীন হবার নয়।
_______________________
১৩/১২/২০১৭🖋️