সকাল বেলা ঘুম থেকে জেগে;
                             দেখি– সূর্যিমামা
       কারো উপর অল্পখানি রাগ করে
       মেঘের তলে মুখ লুকিয়ে আছে।

       আমারও মনটা খানিক খানি
                            খারাপ হয়ে গেল–
       তারপর সারাদিন মেঘের সাথে
       চললো সূর্যের লুকোচুরি খেলা।

       বিকেলে সেকি উঠলো পিঠ পোড়া
                                  ভীষণ কড়া রোদ।
       গোধূলির আগে! সেই রোদ শীতের
       মিষ্টি রোদের মতো উষ্ণতা বিলায়,
                                  যেন পৌষ মাস!

       ফির সন্ধ্যা সন্ধ্যা নাগাদ শুরু হলো
                            কালো মেঘ ভেসে আসা,
       শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি, কখনো
       অঝোর ধারায় ঝরছে– আষাঢ় মাস
       যেতে বাকী আছে আরো যতদিন
                     বরষার রূপটা পাবো এমনই।
-----------------------------------------
৩০/০৬/২০১৩🖋️