বাবার ঔষধ আনতে গিয়ে
আসে নি আর ফিরে সে যে,
ভাষার জন্য জাগ্রত মিছিলে
সে; নিজেকে শপে দিয়েছে।।
রাষ্ট ভাষা বাংলা চাই...
শত ধ্বনিতে কম্পিত রাজপথ,
দাবী আদায় না করে ফিরবে না ঘরে–
এই বুঝি ছিলো তার কঠিন শপথ।।
একসময় বুলেটবিদ্ধ– তরতাজা দেহ,
পড়ে রইলো পিচঢালা পথের উপর–
ফেরা হলো না আর ঔষধ নিয়ে;
থেকে গেলো বাংলা ভাষার ভেতর।।
–তাঁদের নিয়ে এমন অনেক গল্প আছে,
যাঁরা বায়ান্ন'র ফেব্রুয়ারীর একুশের দিনে
বুকের রক্ত দিয়ে; জীবন দিয়ে আমাদের
মায়ের ভাষা, বাংলা ভাষা দিয়েছে কিনে।
শহীদ-গাজী; সকল ভাষা সৈনিকেরা
বাংলা বর্ণমালায় রয়েছে স্বমহিমায় মিশে,
শুধু বাঙালি নয়; বাংলা ভাষাভাষী নয়–
বিশ্ব হৃদয়েও শ্রদ্ধায় তাঁরা রয়েছে বসে।।
_________________
২১/০২/২১🖋️