বন্ধু, ভুলি নাই তোকে–
          পড়েছি একই পাঠশালায়,
          সখ্যতা কিছু ছিলো কম
          কোনো এক অদৃশ্য বাঁধায়।

          বন্ধু, দেখতাম তোকে–
          দূর থেকে চেয়ে চেয়ে,
          কত উচ্ছ্বাস–আনন্দ
          পড়তো তোর হাসি বেয়ে।

          বন্ধু, মেধাবীদের সাথে
          ছিলো তোর আড্ডা,
          আর জ্যামিতিক সূত্রে
          আমি হিম শীতল ঠান্ডা।

          বন্ধু, ছুটতি যখন টিফিন সময়ে
          দিকবিদিকশুন্য হয়ে
          খেলার মাঠে সবার সাথে মিলে,
          দেখতাম আমি শুধু মুগ্ধ হয়ে
          আমাদের ঐ স্কুল গেটের সামনে
          দাঁড়িয়ে থেকে নারিকেল গাছের তলে।

          বন্ধু, জীবনের গতি মালায়
          বেড়ে গেছে দূরত্ব,
          মনে পড়ে কি আমাকে?
          আমার ভিতরে তুই জাগ্রত।

          বন্ধু, জানি না কোথায় আছিস
          কোন ভীড়ে, কোন লোকালয়ে?
          ভালো থাকিস সর্বদা, দোয়া করি–
          জীবন কাটুক তোর সুখ তরী বেয়ে।
---------------------------------------
০৭/০৮/২০২০🖋️        

উৎসর্গঃ জিমি নামে চেনা ছোটো বেলার বন্ধু... যার আরেক নাম Md.Shobuktagin Zaman