বাইরে থেকে দেখায় ভীষণ রাগী
ভিতরে শিমুল তুলোর মতো নরম
জেদীও খুব; খুব আবেগীয় বটে,
আড্ডায় হাসতে পারে ভীষণ রকম।

ক্লাসে মেধাবী ছিলো বরাবর;
অথচ স্বভাব ছিলো যাযাবর।
আজ সে ভীষণ রকম সংসারী
ঘর ছেড়ে বাইরে করছে চাকরী।

বহুদিন দেখা হয় না তার সাথে;
হয় না কথা– জমে না আড্ডা;
তবুও কি হৃদয়ের স্মৃতিপটে
বন্ধু নামক নদীতে পড়ে ভাটা!?

ভালো থাকিস বন্ধু আমার–
ভালো থাকুক সব কারবার;
ভালোতেই সিক্ত থাকুক সব ইচ্ছা
জন্মদিনে জানাই শত শুভেচ্ছা।
___________________
২১/০৪/২০২২🖋️    
উৎসর্গঃ  Hasim Al Zayed