এই তো; চলে গেলো কত দ্রুত
আরো একটি বছর! ঐকিক নিয়মের
অংকের মতো হিসেব কষি– কি পেলাম
                        আর কি বা হারালাম?
কাকে কতটুকু কি দিলাম কিংবা
কতটুকু দেওয়া উচিৎ ছিলো আমার?
বেমালুম ভুলে থাকি সে হিসেব-নিকেষ।

সুখ-দুঃখ, হাসি-কান্না, চাওয়া-পাওয়া,
                        স্বার্থ বুঝে এগিয়ে চলা–
যাওয়া-আসার চিত্র দেখেও চিত্ত আমার
শুধু আমার কথা-ই ভাবে, টিকে থাকার যুদ্ধে
ভীষণ ভীষণ ব্যস্ত আমি– পিছে তাকাবার
                       এক বিন্দু সময়ও নেই,
অথচ; হারিয়ে-ই যাচ্ছি প্রতি পলে...
এই যে গেলো আরেকটা বছর; জীবন থেকে
                                         চিরতরে,
তবুও বলছি আমি– আমার বাড়লো বয়স,
আগামীকাল চৌত্রিশ ছেড়ে যাবো পঁয়ত্রিশে;
                              (যদি বেঁচে থাকি)।
বোকা মানুষ! ভুলে যাই– এ যে মৃত্যুর আরো
                                নিকটে শুধু আসা।
_______________
৩০/১২/২০২০🖋️