কী ভীষণ বীভৎস দেশপ্রেম!
চেয়ে চেয়ে দেখছে; কিভাবে একের পর এক
তাজা বোমা পড়ছে বিল্ডিংয়ের মাথায়!
খেলার মাঠে, ফসলের ক্ষেতে, ফলের বাগানে
                    মাছের পুকুরে, হাটে-বাজারে...।

ধ্বংস স্তুপের তল থেকে
একে একে বের করে আনছে লাশ–
নারী-পুরুষ, বৃদ্ধ-তরুণ, কিশোর-কিশোরী,
শিশু-প্রতিবন্ধী, গর্ভবতী–লাশ আর লাশ!
অশ্রু ঝরছে; তবুও হৃদয় শক্ত– স্বজনের শব
কাঁধে তুলে রেখে আসছে শেষ ঠিকানায়;
                   সেখানেও যথেষ্ট জায়গা নেই!

ঘর-বাড়ি, হাসপাতাল নেই– ধ্বংস হয়ে গেছে,
নেই খাবার, নেই পানি, নেই ঔষধ!
খোলা আকাশের নিচে নেই নিরাপত্তা!
ক্ষতবিক্ষত, রক্তাক্ত, স্বজনহারা হাহাকার,
                        অভুক্ত–জীর্ণশীর্ণ কণ্ঠস্বর,
তবুও গলা ফাঁটিয়ে বুক উঁচিয়ে সমস্বরে চিৎকার–
ফিলিস্তিন তাদের জন্মভূমি, পরম মাতৃভূমি,
ওই পবিত্র ভূমি ছেড়ে কোথাও যাবে না,
ফিলিস্তিনেই জন্মেছে, ফিলিস্তিনেই মরবে!

অথচ বিশ্ব সম্প্রদায়; তাদের দেশপ্রেম দেখে না–
ধর্মীয় পরিচয় মনে রেখে পক্ষে-বিপক্ষে দাঁড়ায়!
মনোযোগ বাড়ায় ভূ-ধ্বংশের অস্ত্র ব্যবসায়!
__________________
২৩/১০/২০২৩🖋️
উৎসর্গঃ স্বাধীনতাকামী নিপিড়ীত ফিলিস্তিনিদের শুভ কামনায়....