এখানে; বিশাল এই খেলাঘরে
   আমি আমার ইচ্ছায় আসিনি।          
   অথচ; মুক্ত অক্সিজেন থেকে
   শ্বাস-প্রশ্বাস নিয়ে বেঁচে থাকতে
   কত শ্বাসরুদ্ধকর পরিবেশে ছুটতে হয়!
   কত দূর্গম পথ, নির্মম সময় পাড়ি দেই!
   এক ঠিকানার সন্ধানে কত চেনা ঠিকানা
   ছেড়ে চলে আসি দূর থেকে বহুদূরে...।
   মায়ার দেওয়ালও ভেঙে ফেলি
   এক ফালি মায়া পাওয়ার আশায়!          
          
   বেঁচে আছি! বেঁচে থাকতে হবে বলে–
   অনেক দায়ভারও রয়েছে!          
   ফের; জীবনের খেলার শেষ হলে
   ওপারে গিয়ে পাপপূণ্যের হিসেব
   আমাকেই দিতে হবে একা একা
                    স্রষ্টার মুখোমুখি হয়ে!
   বড্ড বিস্ময়ে মোড়ানো এ জীবন–
   ভূতভবিষ্যৎ এবং বর্তমান।
_______________________
২৩/০২/২০২২🖋️