বাসস্ট্যান্ড এর ব্যস্ত মোড়ে
জুয়েলের পান দোকান,
বাস থেকে নেমে যাত্রীদের কেউ
কিনে চকলেট, কেউ বিড়ি- পান।
চকোবিন, চকো চকো আর চাটনি,
পটেটো চিপ্স, চানাচুর ঝুলানো,
ছোট ছোট তাকে হরেক রকম বিস্কুট
সুন্দর করে আছে সাজানো।।
ছেলেটা বেজায় সৌখিনও বটে;
সাউন্ড বক্স বাজিয়ে গান শোনে,
বিষন্নতার মাঝেও হাসিমুখে থাকে,
দোকানে বসেই স্বপ্নের জাল বোনে।।
থেকে থেকে লকড ডাউন!
সব কিছু এলোমেলো,
সঞ্চয় যা ছিলো লুকানো
ধীরে ধীরে সব ফুরালো।
হয় না দেখা বহুদিন ধরে
না জানি কেমন আছে;
কি ভাবে চলছে জীবন-যাপন
হিসেব নেই কারো কাছে।।
হায় করোনা– হায় লকড ডাউন!
আর কত জন্মাবে বিষাদের গান?
________________
০৫/০৮/২০২১🖋️