খোলা আকাশের নিচে,
গতর পুড়ে চন চনে রোদে–
তক্তপোশে কাপড় ডলে সে,
দুমুঠো ভাতের চিন্তা মাথাতে।
ইস্ত্রি মেশিনে পোড়া কয়লাতে
তাপ বাড়ায় হাতপাখার বাতাসে,
ঘাম ঝরে জীর্ণ শরীর বেয়ে
রগগুলো সব উঠে ভেসে।।
বর্ষার কালো মেঘ দেখে
ঢেকে রাখে সবকিছু পলিথিনে,
বৃষ্টি এসে চলে গেলে আবার
কাজে লেগে যায় মনে প্রাণে।।
বয়সের ভার নিয়েও চালাতো সংসার
ছেলে-পুলে আছে কি না; জানি না হায়,
জানি এ-টুকুই– লকড ডাউন শুরু থেকে
ঠিকানা তার নিখোঁজের নিপুণ খাতায়।
হায় করোনা– হায় লকড ডাউন!
আর কত জন্মাবে বিষাদের গান?
________________
২৮/০৭/২০২১🖋️