হোটেল শ্রমিক তরুণ ছেলেটা
লকড ডাউন' এর শুরু থেকে
ঘরে বেকার হয়ে বসে আছে;
ঝরে না হাসি– হাস্যজ্বল মুখ থেকে।
নির্জনে বসে; একাকী কাঁদে–
কত শত স্বপ্নে কাফন পরায়!
ঝলমলে দিবালোকেও আঁধার দেখে,
দিন দিন নিরাশার সাগরে ডুবে যায়।।
হোটেল মালিকও তার নেয় না খোঁজ!
সুসময় যত ছিলো হয়েছে নিখোঁজ।
হায় করোনা– হায় লকড ডাউন!
আর কত জন্মাবে বিষাদের গান?
_______________
২৬/০৭/২০২১🖋️