পৃথিবী সেদিন চুপ; শুধু তুমি-আমি,
        হেঁটেছি সবুজ বনে প্রেম নদী ছুঁয়ে-
        পায়ের তলায় পিষে মরা মরুভূমি,
        ছুটেছি ক্লান্তি-হীন- শান্ত হৃদয়ে।।
        কবিতা গল্প আর  কতো শত কথা!
        শুনেছি দুজনে শুধু; মন ভূমি থেকে-
        ছুড়েছি শূন্যে সব জমা যত ব্যথা;
        হেসেছি আপন মনে জ্যোস্নার সাথে।।

        সময় গেছিলো চলে বসে- প্রান্তরে,
        কোথাও ছিলোনা কোনো বিরহের সুর,
        নিরবে ক্ষণিক আজ- ভাবো অন্তরে
        হারিয়ে যাওয়া ক্ষণ কতো সুমধুর!
        হৃদয় কাঁদছে সখা- বিষাদ সময়!
        'করোনা' কেড়েছে সুখ;  প্রাণ বিষময়!!
-----------------------------------------
১৬/১০/২০২০🖋️