যে পাখি হারায় অকালে;
অনাকাঙ্ক্ষিত ভাবে জীবনের সঙ্গিনীকে,
সে-ও উড়ানো বন্ধ করে না– হারানোর
শোককে নিরবে ধারণ করে বুকে,
শক্তিতে রূপ দিয়ে নতুন করে
শুরু করে পথচলা; জীবনটাকে
বহন করার ভার যে একক আপনার।
মনের ঘরেই থাকুক সব বিরহ,
যেমন আনন্দের উল্লাস পালনেও
একটা সীমারেখা থাকে; তবে
আপ্লুত হতে বাঁধা নেই।
থাক্ না কিছু বিরহ একান্ত;
আপনার হয়ে,
কিছু দুঃখ-ব্যথা পোড়াক নিজেকে
নিভৃতে সবার আড়ালে,
ক্ষতস্থানে মলম লাগাই অতি গোপনে,
কষ্ট হলেও; সুখের ভান ধরে
পার করি জীবনের বাকীটা পথ–
বেঁচে থাকাটা তৃপ্তিদায়ক করতে হবে।
________________________
০৪/০২/২০২২🖋️