ঐ যখন; হুট করে বিদ্যুৎ চলে যায় অনাকাঙ্ক্ষিত ভাবে,
শহরের বারান্দায় আসে হাজার বছর পর ঘনকালো রাত,
পাশের গাছে রাত যাপনকারী পাখিরা হয় আশ্চর্য;

খানিক বাদে বিদ্যুৎ চলে আসলে, সুখের পরশ পাওয়া শহরটা
বিষণ্ণতার শব্দে ভরে যায় আবার; হারিয়ে যায় নীরবতা....
বিদ্যুৎ যাওয়া আসার মাঝের সময়টুকু ভালো লাগে খুব....।
-------------------------------------------
০৩/১২/২০১৯🖋️