প্রত্যেক মুদ্রার আছে এপিঠ ওপিঠ,
                  উপর-তল দুটো করে দিক,
যে কোনো একটা দিক দেখলেই
তুমি-আমি-আমরা বুঝে ফেলি তার মূল্য–
ভালো-মন্দ মিলিয়ে মানুষেরও দুটো দিক;
মানুষেরও আছে এপিঠ ওপিঠ
             কেউ কারো কাছে ঘৃণিত হলেও
অন্য কারো কাছে হতে পারে দেবতুল্য।।

মানুষ বড্ড চালাক প্রাণী, রহস্যে ভরপুর
লুকিয়ে রাখতে পারে স্বভাবের রূপ-গন্ধ,
              স্বার্থের জন্য করে যায় কতো কিছু!
কারো জন্য টেনে আনে ঝাঁঝালো দুপুর;
কারো জন্য গোধূলির স্নিগ্ধতা হয়ে স্বার্থান্ধ,
মানুষ লেগে থাকে স্বার্থের টানে মানুষেরই পিছু।

বড় বিচিত্র মানুষেরই স্বরূপ,
হাজার বছর পাশে থাকলেও চেনা দায়;
একই মানুষ একেক জনের সামনে
                      দেখায় তার একেক রূপ;
ভিতর-বাহির অচেনা-ই থেকে যায়,
তবু ভালো-মন্দ করি একাকার ভুল দর্শনে।
------------------------------------------
১৯/০৯/২০২০🖋️