বহুবার দেখেছি আমি-
চলার পথে, জীবনের বাঁকে বাঁকে
অনেক বেদনায় ভরা দুটো নদীর জল,
                         জোয়ার ভাটার খেলা......।

সেই দুটো নদীর নেই কোন পাড়,
কখনো কাশফুল ফোটে না,
চর পড়ে না কখনো নিয়মের ফাঁদে,
স্রোতেরও কোন শব্দ নেই,
ঢেউ নেই, নৌকা নেই, নেই মাঝি,
পারাপার কিংবা দেখার কোন লোক নেই;
আছে শুধু অনিঃশেষ জোয়ার ভাটা,
সেই নদী দুটোর জলে মিশে থাকে-
দুঃখ-কষ্ট আর ব্যথা বহনের আমরণ ভার,
আমরণ ব্যথাতুর হয়ে সহে যায়
                 পৃথিবীর নির্মম আচরণ...........।

আমি বহুবার দেখেছি-
জীবনের গল্পে গল্পে গেঁথে থাকা
এমন দুটো নদী মানুষেরই মাঝে,
আছে আমার কাছেও— আমার
                     ডান চক্ষু আর বাম চক্ষু।
-----------------------------------------
০২/০৯/২০১৯🖋️