আরে মশাই, বলছে তারা- ভালোই চলছে দেশ!
আমি দেখি অসুখ-বিসুখ আর অনিয়মে শেষ।।
কৃষক আজ মান করে ক্ষেতে দিচ্ছে আগুন,
বেশ চলছে দেশ চেলা-চামুণ্ডার মনে ফাগুন।।
পাটকলের শ্রমিক যত আজ থালা-বাসন হাতে,
উশুল করতে বকেয়া টাকা নেমে এসেছে পথে।
পোশাক শিল্প- শ্রমিক; যখন তখন আন্দোলনে
পরিশ্রমের ন্যায্য মূল্য ওরা যে রক্ত দিয়ে কিনে!

হ্যাঁ মশাই, সত্যি কথা দেশটা চলছেই ভালো!
আমরা হুদাই আম জনতা দেখি শুধু কালো।।
দিনদুপুরে ধর্ষণ আজ দিবারাত্রির ক্রিকেট ম্যাচ
বলৎকারও বেশ জোরালো ফসকে পড়ে ক্যাচ।
ছোট ছোট চোর-বদমায়েশ ধরা পড়ে সহজে,
বড় বড় রাঘব বোয়াল দাঁত কেলিয়ে হাসে।।
ধর্মের বাণী ছড়ায় যারা তারাই বড় অধার্মিক,
পূণ্যের অন্তরালে পাপের স্তুপ; ধিক্ শত ধিক্।

বলছে তারা নেই যে অভাব দেশের কোন খানে,
দেখি আমি কত শত মানুষ ভাসে নয়ন বানে।।
আরো আছে অনেক কিছু রাত হবে যে শেষ!
তবু হাহুতাশার গল্প থাকবে অনেক খানি বেশ।।
দেখেও যারা দেখেনা এসব তাদের কাছে বেশ,
খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে চলা অভাগী এই দেশ।।
----------------------------------------
১৭/০৫/২০১৯🖋️