সবসময় ভালো থাকতে চাই,
খেয়ে না খেয়ে সুখের গান গাই,
অথচ; ভালো থাকা হয় না আমার–
কাঁদে মন বিশ্বাস-অবিশ্বাসের খেলায়,
ভাসি আপন পরের নিষ্ঠুর এক ভেলায়,
কেউ বুঝে না হৃদয়ে চলে ঝড় দুর্নিবার।।
কার ভুল বেশি কার বা কম?
কে কোন জেদে ধরে থাকে দম?
কার মনে কোন ক্ষোভের আগুন–
তার অনেকটাই আমি বুঝি,
সুষ্ঠু সমাধানের পথও খুঁজি–
–খুঁজে পেয়েও ব্যর্থ; কাঁদে শুধু মন।
------------------------------------------
০৮/০৯/২০২০ 🖋️