এই যে ঝরছে; বৃক্ষ পাতারা,
কোন দুঃখে– কে জানে?
নির্মম সত্য এক– নব পল্লবে পল্লবে
আবার শোভিত হবে প্রত্যেক তরু
নব সৌন্দর্যে।
এই ঘূর্ণমান দুনিয়ার মানুষ কি সেভাবে
ঘুরে দাঁড়াতে পারে! সবসময়?
দিনে দিনে তোমার যে বেড়েছে দেনা,
দেনার টাকা শোধে সব যেতে পারে খোয়া–
আজ যা কিছু আছে।
নিজের জন্যই বা কতটুকু করে মানুষ!
তলিয়ে যায় শুধু ঋণের অতল গহব্বরে
–কে কতটুকু নেবে দায়?
বেলা শেষে মনে হয়; সব হিসেব
শুরু থেকে ভুল হয়ে হয়ে এসেছে এতদূর
তাই বুঝি দূর্দশা!
না, তেমন নয়– ভালোবাসা আর স্বার্থ
মানুষকে তার ভবিষ্যৎ ভুলিয়ে রাখে,
এখন চোখের জলে জীবন হোক প্লাবিত–
বেলা শেষেও রয়েছে আরেক ভবিষ্যৎ
সেই চিন্তায় আনি মগ্নতা।
_______________________
২০/১২/২০২০🖋️