কে গো তুমি?
       পাশ কেটে যাবার সময়
       হৃদয়ে আগুন লাগিয়ে গেলে!

       কে গো তুমি?
       তোমায় দেখার পর থেকে
       পাজরে পাজরে দ্বন্দ্ব শুরু হয়েছে!

       কে গো তুমি?
       তোমার চারপাশ শুধু
       ভালোবাসার গন্ধে মশগুল!
------------------------------------------
২৩/০১/২০২১🖋️