ধান কাটা হলে সাড়া কয়েক প্রহর
        পড়ে রয় সোনা ধান মাঠের উপর,
        মায়ের শাড়ীর মতো প্রকৃতি- প্রান্তর,
        বাংলার রূপের স্রোতে শীতল অন্তর।।
        বাঁশ ঝাড় থেকে আসে শন শন শব্দ
        অচিন পাখির কণ্ঠে গোধূলির সুখ,
        খুঁজি রূপোলী শৈশব— বুকে বিষ নৃত্য,
        দেখি হেমন্তের সুখে জননীর মুখ।।

        আসি আসি করে শীত হেমন্তের শেষে
        শিশির কুয়াশা সাজে মাঠে-ঘাটে-পথে,
        হিমেল বাতাস মেখে ছুটে লোক কাজে,
        সুযোগে শুকোয় পিঠ মিঠে কড়া রোদে।।
        ফুলে ফুলে জেগে উঠে রঙিন বসন্ত,
        জননীর মতো রোজ মুছে দেয় ক্ষত।।
--------------------------------------
০৯/১১/২০২০🖋️                      
রূপসী বাংলা- ১২ থেকে ১০
অক্ষরবৃত্ত ছন্দ (পয়ার) ৮(৬+২) + ৬ = ১৪ মাত্রা।
পর্ব সংখ্যা- ২

উৎসর্গঃ নির্জনতার কবি জীবনানন্দ দাশ।