একটি দেশের নাম মাত্র জানি!
আমি ইদুরের মতো ইতিহাস কেটেকুটে ঐ
একটি মাত্র দেশের নাম জেনেছি! বাংলাদেশ।
যে দেশের মানুষ ভাষার জন্য দিয়েছিলো প্রাণ;
তবুও অন্যের ভাষাকে নেয় নি মেনে মুখে।
এই বাংলাদেশের সাথে আরেকটি দেশকে চিনেছি
ঘৃণার সাথে; যারা বাংলাদেশের
মানুষের মুখের ভাষা,
প্রাণের ভাষা, গানের ভাষা, পাখির ভাষা,
জারি সারি, পল্লীগীতি, ভাটিয়ালি সব
কেড়ে নিতে চেয়েছিলো জোর করে!
নির্বিচারে গুলি চালিয়ে, জান-মাল কেড়ে নিয়ে।
দাদুভাই, জানতে চাও সেই দেশের নাম?
সে দেশটা হলো- পাকিস্তান। আজও ইতিহাস
কেঁপে উঠে লজ্জায়, নিরহ বাঙালিরদের উপর
তাদের ঘৃণিত আর বর্বরোচিত কর্মকাণ্ডের জন্য।
আর আমরাই আজ ইতিহাসের পাতায়-
বীরত্বপূর্ণ গর্বিত আসনে- বাংলাদেশী,
আমরাই বীর বাঙালি- এবং বাংলাভাষী।
--------------------------------------
০৫/০২/২০১৯🖋️